Posts

বরিশাল মেরিন একাডেমী ভর্তির নির্দেশনাবলী Barishal Marine academy Admission rulls

Image
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল-৮২৫৪   ২য় ব্যাচ ক্যাডেট হিসেবে নির্বাচিত প্রার্থীদের ভর্তির নির্দেশনাবলী।   ১। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর ২য় ব্যাচে চুড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন পুরুষ প্রার্থী আগামী ০২ /১২/২০২১ খ্রি: থেকে ১২ /১২/২০২১ খ্রি: তারিখ (সরকারি ছুটি ব্যতিত) বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত ভর্তি হতে পারবে।  ২। একাডেমীতে ০২ বছর মেয়াদী প্রাক-সমুদ্র প্রশিক্ষণে প্রযোজ্য ফি=৯৯,৯২০/- টাকা ব্যয় হবে। এর মধ্যে ভর্তি কালীন সময় ভর্তি ফি হিসাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা দিতে হবে। বাকী=৪৯,৯২০/- টাকা ২য় বৎসরের অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি বা তার পূর্বে নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।  ৩। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর জন্য মনােনীত প্রার্থী কর্তৃক কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল। অনুকুলে যে কোন তফসীলি ব্যাংক থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ভর্তিকালীন ও পরবর্তী টাকা/ফি পরিশােধ করতে হবে।  ৪। ভর্তি হওয়ার সময় নিম্মােক্ত মূল সনদ ও নম্বরপত্র জমা দিতে হবে (অথবা ০৭ দিন সময় নিয়ে, পরে জমা দেয়া যাবে) : ...
Image
১০০ টাকার ৩ টি নন জুডিশিয়াল স্ট্যাম্প  নিয়ে তার ১০০ টাকা মুল্যের স্ট্যাম্পের ১ম  পেজে এই অংশটুকু কম্পিউটারে প্রিন্ট করে তার পর শুন্যস্থান কলম দিয়ে পুরন করতে হবে। ২য় ১০০ টাকার স্ট্যাম্পে এই অংশটুকু কম্পিউটারে প্রিন্ট করতে হবে।  ৩য় ১০০ টাকার স্ট্যাম্পে এই অংশটুকু কম্পিউটারে প্রিন্ট তার পর শুন্যস্থান কলম দিয়ে পুরন করতে হবে। অন্য একটি ৫০ টাকার স্ট্যাম্পে এই অংশটুকু কম্পিউটারে প্রিন্ট তার পর শুন্যস্থান কলম দিয়ে পুরন করতে হবে। নমুনা পি ডি এফ ফাইল টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন