বরিশাল মেরিন একাডেমী ভর্তির নির্দেশনাবলী Barishal Marine academy Admission rulls

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল-৮২৫৪ 

২য় ব্যাচ ক্যাডেট হিসেবে নির্বাচিত প্রার্থীদের ভর্তির নির্দেশনাবলী। 


১। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর ২য় ব্যাচে চুড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন পুরুষ প্রার্থী আগামী ০২/১২/২০২১ খ্রি: থেকে ১২/১২/২০২১ খ্রি: তারিখ (সরকারি ছুটি ব্যতিত) বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত ভর্তি হতে পারবে। 

২। একাডেমীতে ০২ বছর মেয়াদী প্রাক-সমুদ্র প্রশিক্ষণে প্রযোজ্য ফি=৯৯,৯২০/- টাকা ব্যয় হবে। এর মধ্যে ভর্তি কালীন সময় ভর্তি ফি হিসাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা দিতে হবে। বাকী=৪৯,৯২০/- টাকা ২য় বৎসরের অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি বা তার পূর্বে নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। 

৩। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল এর জন্য মনােনীত প্রার্থী কর্তৃক কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল। অনুকুলে যে কোন তফসীলি ব্যাংক থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ভর্তিকালীন ও পরবর্তী টাকা/ফি পরিশােধ করতে হবে। 

৪। ভর্তি হওয়ার সময় নিম্মােক্ত মূল সনদ ও নম্বরপত্র জমা দিতে হবে (অথবা ০৭ দিন সময় নিয়ে, পরে জমা দেয়া যাবে) : 

ক) মাধ্যমিক পরীক্ষার মূল সনদ ও নম্বরফর্দ - প্রত্যেকটির ০২ টি ফটোকপিসহ 
খ) উচচ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ ও নম্বরফর্দ - প্রত্যেকটির ০২ টি ফটোকপিসহ 
গ) জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি - ০২ কপি
ঘ) অবিবাহিত প্রমাণের সনদপত্র (মূল)। - ০১ কপি। 
ঙ) পিতা/মাতা/অভিভাবকের আয়ের সনদপত্র - ০১ কপি 
চ) পাসপাের্ট সাইজের ছবি - ০৮ কপি (সাদা শার্ট পরিহিত ও নীল ব্যাকগ্রাউন্ড সহ) 

৫। একাডেমিতে প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত্তে (১) মূল আবেদন ফরম (Main Application Form); (২) “ইনডেমনিটি বন্ড নমুনা Annex-A” (তিনশত টাকা মূল্যের নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পে); এবং (৩) ০২ বছর প্রশিক্ষণের ব্যয়ভার বহনের সামর্থ্যের অনুকুলে পিতা/আইনানুগ অভিভাবকের অঙ্গীকার নামার নমুনা ভর্তির দিন( নমুনা ) প্রদান করা হবে ( নমুনা দেখতে এখানে ক্লিক করুন)। ফরম সমূহ যথাযথভাবে পূরণ করে একাডেমিতে যােগদানের সময় জমা দিতে হবে (যােগদানের তারিখ পরবর্তীতে জানানাে হবে)। 

৬। অভিভাবকের মধ্যে চাকুরিরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে আয়কর সনদ/আয়কর রিটার্ন অথবা অফিস প্রধান কর্তৃক আয়ের প্রত্যায়নপত্র এবং অন্যান্য অভিভাবকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড/ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ থেকে প্রদত্ত বাত্সরিক আয়ের সনদপত্র দাখিল করতে হবে। 

৭। ১২/১২/২০২১ খ্রি: তারিখে ক্যাডেটদের পােশাকের মাপ নেয়া হবে। উক্ত দিনে ক্যাডেটদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। ঐ দিন ক্যাডেটদের সাথে সর্বোচ্চ ০২ জন অভিভাবক সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালে আসতে পারবেন। 


৮। একাডেমির ০২ বছর মেয়াদী প্রাক-সমুদ্র প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাহাজে চাকুরী প্রাপ্তির দায়িত্ব প্রার্থীর নিজের। অত্র প্রতিষ্ঠান এ বিষয়ে দায়বদ্ধ নয়। 



 কমান্ড্যান্ট 
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল

Comments